Saturday, October 12

বৈরুতে ধ্বংসস্তূপ থেকে সেই ইরানি জেনারেলের মরদেহ উদ্ধার

 


লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় প্রাণ হারানোর দুই সপ্তাহ পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ইরানের কুদস ফোর্সের শীর্ষ জেনারেল নিলফোরওশনের মরদেহ।

বিষয়টি নিশ্চিত করেছে ইরানের আধাসরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জনসংযোগ বিভাগ জানিয়েছে, কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফোরওশনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহর সঙ্গে প্রাণ হারান ব্রিগেডিয়ার জেনারেল নিলফোরওশন।

এই হত্যার প্রতিশোধ নিতে গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০ ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এ নিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়