Saturday, October 12

শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন মস্তাক আহমদ পলাশ


কানাইঘাট নিউজ ডেস্ক:

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষ্যে দেশে বিদেশে অবস্থানরত সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য,কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,সাতবাঁক ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ । 

এক শুভেচ্ছা বার্তায় মস্তাক আহমদ পলাশ বলেন,‘আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। 




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়