Monday, October 21

কাটপিস যুগের দুই সিনেমা দেখে বিব্রত নওশাবা


 ২০০০ সালের পরবর্তী সময়টা ছিল বাংলা সিনেমার ‘অন্ধকার যুগ’। সে সময় ছিল কাটপিস সিনেমার রমরমা ব্যবসা। বিদেশি পর্ন ফিল্মের বিভিন্ন দৃশ্য ঢুকিয়ে দেওয়া হতো সেসব সিনেমায়। সম্প্রতি তেমনই দুটি সিনেমা ঢাকার বাইরে থেকে জব্দ করেছে পুলিশ। সিনেমা দুটি হলো ‘জাদরেল’ ও ‘শত্রু ঘায়েল’।

জব্দ করার পর এই সিনেমা দুটি পাঠানো হয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে (সাবেক চলচ্চিত্র সেন্সর বোর্ড)। সেখানকার সদস্যরা সিনেমা দুটি দেখে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদেরই একজন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, যিনি পুনর্গঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের একজন সদস্য।

নওশাবা বলেন, ‘এই সিনেমাগুলো দেখা আমার জন্য বিব্রতকর ছিল। একটি সিনেমায় অদ্ভুতভাবে আজে-বাজে দৃশ্য জুড়ে দেওয়া হয়েছে। এ ধরনের সিনেমা কোনো সভ্য দেশের দর্শকের জন্য নয়।’

জানা গেছে, গত মঙ্গলবার সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা জব্দ করা ‘জাঁদরেল’ ও ‘শক্র ঘায়েল’ সিনেমা দুটি দেখেন। পুলিশের অভিযোগ- সিনেমা দুটিতে অশ্লীল কাটপিস দৃশ্য লাগিয়ে সেগুলো হলে চালানো হচ্ছিল। পরে তার সত্যতা পান বোর্ডের সদস্যরা। ফলে বাতিল হয় প্রদর্শনের অনুমতিও।

নওশাবার মতো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের আরেক সদস্য নির্মাতা খিজির হায়াতও এ নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘এত জঘন্য কাটপিস, যা কোনোভাবেই দেখার মতো নয়। এত অশ্লীলতা, নগ্নতা বাংলা সিনেমার সঙ্গে জুড়ে দেওয়ার ঘটনা আমাকে বাকরুদ্ধ করেছে। এ ধরনের রুচিহীন কাজ যারা করেছেন, তাদের আইনের আওতায় আনা উচিত।’

খিজির হায়াত খান বলেন, ‘আমরা সিনেমা দুটি দেখে আমাদের মতামত জানিয়েছি। এ ধরনের সিনেমা যেন আর কোথাও কোনো সিনেমা হলে না চালানো হয়, সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন।’

এদিকে ফেসবুকেও এ নিয়ে লিখেছেন এই নির্মাতা। লেখেন, ‘কাটপিস আমলে সেন্সর সার্টিফিকেট প্রাপ্ত জব্দ হওয়া একটা সিনেমা সার্টিফিকেশন বোর্ডে আজকে দেখে লজ্জায়, ঘৃণায় বমি চলে আসছে, ছিঃ। এরাই বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার অন্যতম কারিগর। যেখানেই কাটপিস সিনেমা চলবে নিকটতম প্রশাসনকে জানানোর জোর দাবি থাকল।’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা নাকি শুনেছেন, নতুন সিনেমা না থাকার শূন্যতায় বিভিন্ন হলে এসব কাটপিস সিনেমা চালানো হচ্ছে। তবে যারা এমন অশ্লীল সিনেমা চালাচ্ছেন, তাদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সার্টিফিকেশন বোর্ডের একটি সূত্র।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়