Tuesday, October 1

বলিউড অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি

 


নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছেন বলিউডের নব্বইয়ের দশকের অন্যতম সেরা অভিনেতা গোবিন্দ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে ভুলবশত নিজের রিভলভার থেকে গুলি চালিয়ে ফেলেন গোবিন্দ। সেটি পরিষ্কার করার সময় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় অভিনেতার পায়ে গুলি লাগে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বলিউড অভিনেতার ম্যানেজার শশী সিং বলেছেন, ‘গোবিন্দদা কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে নিজের রিভলভারটি তুলে রাখতে যান। এ সময় হঠাৎ বন্দুকটি মাটিতে পড়ে গিয়ে বন্দুক থেকে গুলি বের হয়ে গোবিন্দর পায়ে লাগে।

তিনি আরও বলেন, ‘চিকিৎসকরা অস্ত্রোপচার করে পা থেকে গুলি বের করেছেন। গোবিন্দ এখন শঙ্কামুক্ত।’


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়