Sunday, October 27

ইরানে ইসরাইলের হামলায় যুক্তরাষ্ট্রকে পুরো দায় দিচ্ছে হিজবুল্লাহ

 


ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রকে পুরো দায় দিচ্ছে লেবাননের হিজবুল্লাহ। এই হামলায় মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হতে পারে বলেও সতর্ক করেছে সশস্ত্র সংগঠনটি।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ইরানের ওপর ইসরাইলের হামলা ‘বিশ্বাসঘাতকতা’ আর এর ‘পুরো দায়’ ওয়াশিংটনের ওপর বর্তায়। ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতক জায়নবাদী আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি।

সমগ্র অঞ্চলের জন্য একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বলে মনে করছে হিজবুল্লাহ। বিবৃতিতে সংগঠনটি বলেছে, এই গণহত্যা, মর্মান্তিক ঘটনা এবং ইসরাইলের সৃষ্ট যন্ত্রণার সম্পূর্ণ দায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরই বর্তায়।

এদিকে ইরানের ওপর ইসরায়েলের এ হামলার সঙ্গে তারা জড়িত নয় শনিবারই বলে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান জানায় যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট জো বাইডেন গভীরভাবে এই ঘটনা নজর রাখছেন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়