কানাইঘাট নিউজ ডেস্ক:
ঢাকা-সিলেট মহাসড়ককের দক্ষিণ সুরমায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় সিতারা বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমার রশিদপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
তিনি দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার এবদালপুর গ্রামের মৃত কটু মিয়ার স্ত্রী।
জানা যায়, বৃদ্ধা মহিলা তার মেয়েকে নিয়ে রশিদপুর বাজারে গিয়েছিলেন। সন্ধ্যায় ৭টার দিকে রিকশায় করে বাড়ি ফিরছিলেন তারা৷ রশিদপুর বাজারে আসামাত্র ঢাকাগামী একটি গাড়ি তাদের রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিতারা বেগম নিহত হন। দুর্ঘটনায় মেয়ে হাজেরা বেগম গুরুতর আহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়