Thursday, October 3

সিলেটে রিকশাচালক হত্যায় ৫ জনের ফাঁসি

 


সিলেটে সিএনজিচালিত অটোরিকশাচালক হযরত আলী হত্যা মামলায় পাঁচ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শায়লা শারমিন এ রায় দেন।

নিহত হযরত আলীর বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামে। তিনি সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে সপরিবারে বাস করতেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুরের শহিদুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জের সুমন আহমদ, একই এলাকার শিপু মিয়া, জাকারিয়া মুন্নু এবং রুহল আমিন। তবে আদালতের সাক্ষ্য গ্রহণের পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালে কয়েকজন যাত্রী সিলেট থেকে হযরত আলীর সিএনজি অটোরিকশা ভাড়া নিয়ে বিয়ানীবাজারের মাথিউরা যান। রাত সাড়ে ১০টার দিকে মাথিউড়া পৌঁছে ওই যাত্রীরা হজরত আলীর সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে যাত্রীরা বেধড়ক পেটালে হজরত আলী অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার রায়ে খুশি নিহতের পরিবার। তাদের দাবি, পলাতকদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকর করা হোক। এছাড়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়