ঢাকায় আগামী ২ নভেম্বর জাতীয় পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে আগামীকাল বুধবার সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৩ অক্টোবর সকাল ১১টায় রাজধানীর বনানী চেয়ারম্যান কার্যালয়ের মিলনায়তনে জাতীয় পার্টির সব অঙ্গ ও সহযোগীগুলোর কেন্দ্রীয় সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব, জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সব থানার সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সচিবদের সঙ্গে মতবিনিময় এবং উপজেলা দিবসের আলোচনা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপস্থিত থাকবেন।
সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়