এবারও আয়কর মেলা না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঘরে বসেই অনলাইনে রিটার্ন জমা দিতে বেশি উৎসাহ দিচ্ছে এনবিআর। তবে সব কর অঞ্চলে সেবাকেন্দ্র চালু করা হবে।
এনবিআরের একটি সূত্র জানিয়েছে, প্রত্যেক কর কার্যালয়ে নভেম্বর মাসজুড়ে সেবা মাস পালন করা হবে। এ ছাড়া সচিবালয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে কর কর্মকর্তারা সহায়তা দিতে যাবেন বলেও জানা গেছে। সহায়তা দিতে নিয়োগ দেওয়া হতে পারে স্বেচ্ছাসেবী।
জানা গেছে, সব কর অঞ্চলে এবার করদাতাদের জন্য সেবাকেন্দ্র চালু করা হবে। সেখানে রিটার্ন জমা দেওয়া যাবে। একইসঙ্গে রিটার্ন ফরম পূরণে সহায়তা দেওয়া হবে সেবাকেন্দ্রে। রিটার্ন জমার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে রিটার্ন জমার প্রাপ্তি স্বীকারপত্রও পাবেন করদাতারা।
২০১০ সাল থেকে প্রতিবছর কর মেলা আয়োজন করে আসছে এনবিআর। তবে করোনাপরবর্তী সময়ে ২০২০ সাল থেকে আর মেলা হয়নি।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়