Thursday, October 3

বিএসএফকে কোনো ছাড় নয়: বিজিবি মহাপরিচালক

 


নিয়ম-নীতির বাইরে বিএসএফকে কোনো ছাড় দিবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বৃহস্পতিবার দুপুরে বিজিবি সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, ‘৫ তারিখের পর সার্বিকভাবে দেখতে পাচ্ছি বিএসএফ তাদের প্রহরা বা নিরাপত্তার ব্যবস্থা অনেক বাড়িয়েছে। আমাদের এদিকে অনেক কিছু খেয়াল করার চেষ্টা করছে।’

‘এর মধ্যে খুঁজে বের করেছি আমাদের দেশের অপরাধী চক্র; কিছু তথ্য পাচার করছে বিএসএফের কাছে। আমরা এনটিএমসি সহায়তায় এসব অপরাধীদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করার কাজ চলছে’ বলেন মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী।

বিজিবি মহাপরিচালক জানান, আসন্ন দুর্গাপূজায় অস্থিতিশীল পরিবেশ তৈরির সম্ভাবনা আছে। এর জন্য বিভিন্ন অসাধু চক্র কাজ করছে। সীমান্ত এলাকায় দুর্গাপূজায় অনেকক্ষেত্রে ভয়-ভীতি দেখানো হতে পারে। তিনি জানান, সীমান্তের ৮ কিমি এলাকায় ২ হাজার পূজামণ্ডপ আছে। সেগুলোর কঠোর নিরাপত্তা নিশ্চিত করবে বিজিবি।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়