Saturday, October 5

অরিন্দমের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ স্বস্তিকারও


 স্বস্তিকা মুখোপাধ্যায় মানেই সোজা কথা স্পষ্টভাবে। তিনি কখনোই বিশেষ রাখঢাক করেননি কোনো বিষয়ে, সে তার ব্যক্তিক সম্পর্ক হোক বা কোনো অন্যায়ের প্রতিবাদ। তারই ধারাবাহিকতায় এবার টলিউডের অভিনেতা ও পরিচালক অরিন্দম শীলের যৌন হেনস্তার বিষয়ে মুখ খুললেন নায়িকা।

এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘টলিউডে এমন কোনও মহিলা নেই যাকে অস্বস্তিকর পরিবেশে পড়তে হয়নি। তার কথায়, ‘আমার মনে হয় না যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন একজনও মহিলা আছেন যিনি বলতে পারবেন তাকে কখনো কোনো অস্বস্তিকর পরিবেশে পড়তে হয়নি। ১০০% পড়তে হয়েছে।’

নায়িকা বলেন, ‘কেউ হয়তো কারও সঙ্গে অসভ্যতা করে বুঝেছে এটা করা ঠিক হয়নি, ক্ষমা চেয়েছেন, বা মহিলাটির সম্মতি নেই। তারা সেখান থেকে সরে এসে কিন্তু আর এমন কাজ করেননি।’

এরপরই অরিন্দমের প্রসঙ্গ টেনে স্বস্তিকা বলেন, ‘আবার অরিন্দম শীলের মতো মানুষও আছেন যার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে। কয়েক বছর আগে রূপাঞ্জনা অভিযোগ করেছিল। আমার যখন ২০-২১ বছর বয়স, যখন ‘এক আকাশের নিচে’ করছি, তখন চৈতি ঘোষাল অভিযোগ করেছে, চান্দ্রেয়ী ঘোষ অভিযোগ করেছেন।’

অভিনেত্রী বলেন, ‘কারও বিরুদ্ধে বারবার ২০-২২ বছর ধরে মহিলারা যদি অভিযোগ করেন তাহলে সবাই ভুল বা বাজে কথা বলছে সেটা হতে পারে না।’ অর্থাৎ, নায়িকা বোঝালেন, অরিন্দমের বিরুদ্ধে যেন হেনস্তার যে অভিযোগগুলো উঠেছে, সেগুলো অসত্য বা বানোয়াট নয়।

কাজের ক্ষেত্রে স্বস্তিকা মুখোপাধ্যায়কে আগামীতে ‘টেক্কা’ সিনেমাটিতে দেখা যাবে। যেটি ৮ অক্টোবর মুক্তি পাবে। সেখানে স্বস্তিকার সঙ্গে মুখ্য ভূমিকায় রয়েছেন দেব এবং তার প্রেমিকা রুক্মিণী। সিনেমাটি পরিচালনা করেছেন স্বস্তিকার প্রাক্তন প্রেমিক সৃজিত মুখোপাধ্যায়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়