Saturday, October 26

এবার সিরিয়ার সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা

 


ইরানে হামলার মধ্যেই এবার সিরিয়ার বেশকিছু সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 

স্থানীয় সময় শনিবার ভোরে সিরিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলে ইসরায়েল ওই বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। 

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল-অধিকৃত সিরিয়ার গোলান হাইটস এবং লেবানিজ অঞ্চলের দিক থেকে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিয়েছে এবং গুলিও ছুড়েছে।

এর আগে রাজধানী দামেস্কের আশেপাশে বিস্ফোরণের খবর দিয়েছে সানা। তবে হতাহতের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গত বৃহস্পতিবারও সিরিয়ার রাজধানী দামেস্ক ও পশ্চিমাঞ্চলীয় শহর হোমসের কাছে একটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এতে এক সেনা নিহত ও আরও সাতজন আহত হন। 

ইসরায়েল বেশ কয়েক বছর ধরে সিরিয়ায় ইরান-সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়ে আসছে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে এই ধরনের অভিযান জোরদার হয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়