Saturday, October 12

ঢাকাসহ ৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

 


আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকাসহ সাত জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

শনিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার পাশাপাশি পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট এবং ফরিদপুর অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় প্রবাহিত হতে পারে। একই সঙ্গে সেখানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়