নেপালের মাটিতে স্বাগতিকদের পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ দল। এরই মধ্যে দেশে ফিরে এসেছেন তারা। এ সাফল্যে নারী ফুটবলারদের বড় অর্থ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারও তারা এই নেপালকে পরাজিত করে শিরোপা জিতেছিল।
দেশে ফিরে আসার পর সাফজয়ী নারী দলকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে তাদের ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশের নারী ফুটবল দলের এই অসাধারণ সাফল্যের জন্য বিসিবি সভাপতি ফারুক আহমেদ ঘোষণা করেছেন, তারা সাফজয়ী নারী ফুটবলারদের জন্য একটি বড় অর্থ পুরস্কারের পরিকল্পনা করছেন। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ফারুক আহমেদ জানান, বোর্ডের সামর্থ্য বিবেচনায় অন্য পরিচালকদের সঙ্গে আলোচনা করে সাফজয়ী নারী ফুটবলারদের জন্য একটি উল্লেখযোগ্য অর্থ পুরস্কার দেওয়ার চেষ্টা করবেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়