Friday, October 25

হিজবুল্লাহর হামলায় ডেপুটি কমান্ডারসহ ৫ ইসরায়েলি সেনা নিহত

 


লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলায় আরও পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরও ১৯ সেনা। তাদের মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর। হতাতরা সবাই রিজার্ভ সৈন্য হিসেবে যুদ্ধে যোগ দিয়েছিল।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ লেবাননের একটি গ্রামে হিজবুল্লাহর হামলার মুখে পড়ে ইসরায়েলি সৈন্যরা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রাথমিক তথ্যে জানিয়েছে, নিহত এসব সেনা দক্ষিণ লেবাননের একটি গ্রামের একটি ভবনে অবস্থান করছিলেন। ওই সময় তাদের লক্ষ্য করে হিজবুল্লাহর যোদ্ধারা রকেট ছোড়েন। হামলার মুখে পড়ার সময় ওই সেনাদের কাছে রসদ ও অস্ত্র পৌঁছে দিচ্ছিল অন্যান্য সেনারা।

নিহত সৈন্যদের নামও প্রকাশ করেছে আইডিএফ।

নিহতরা হলেন— মেজর (অব.) ড্যান মাওরি (৪৩), ক্যাপটেন অ্যালন সাফ্রাই(২৮), ওয়ারেন্ট অফিসার (অব.) ওমরি লোটান (৪৭), ওয়ারেন্ট অফিসার (অব.) গাই ইদান (৫১) এবং মাস্টার সার্জেন্ট (অব.) টম সেগাল।

তারা সকলেই ৮ম আর্মার্ড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়নের রিজার্ভ সেনা ছিলেন। এর মধ্যে মাওরি ছিলেন ডেপুটি ব্যাটালিয়ন কমান্ডার।

আইডিএফ আরও জানিয়েছে, আহতদের সবাইকে উদ্ধার করে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া শুক্রবার সকালে দক্ষিণ লেবাননে আরেক সেনা আহত হয়েছেন। তাকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়