Saturday, October 5

কানাইঘাটে মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

 


নিজস্ব প্রতিবেদক:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেছেন, মাদ্রাসা শিক্ষার্থীরা কোরআন হাদিসের আলোকে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দেশের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীরা কর্মসংস্থানের মাধ্যমে দেশের সকল দপ্তরের ঘোষ, অনিয়ম-দুর্নীতি বন্ধে ভূমিকা পালন করতে পারবে। এর সুফল সকল ধর্ম-বর্ণ গোষ্ঠীর মানুষ ভোগ করবেন। তিনি আরো বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশে কোরআন হাদিসের জ্ঞান ছাড়া স্বচ্ছ-সুন্দর সমাজ পরিকল্পনা যায়না।

অধ্যাপক ড. নজরুল ইসলাম শনিবার(৫ অক্টোবর) দুপুর ১২টায় কানাইঘাট মনসুরিয়া মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির মেধাবৃত্তি পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ তাহির উদ্দিনের সভাপতিত্বে ও কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. খলিলুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. বশির উদ্দিন চৌধুরী, রহিমিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাও. সালেহ উদ্দিন, গাছবাড়ী সামিট মাদ্রাসার সুপার মাও. মখতার আহমদ, কানাইঘাট পৌর জামায়াতের আমীর মাস্টার ফয়সাল আহমদ। 

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাও. ইকবাল আহমদ, মাও. মিসবাহ উদ্দিন, মাও. মুহিব উল্লাহ, মাও. শরিফ আহমদ, মাও. সাইফুল আলম, মাও. আনোয়ার উল্লাহ প্রমুখ। এছাড়াও শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  
অনুষ্ঠান শেষে কানাইঘাট উপজেলার ২৫টি মাদ্রাসার ৫’শ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৫২ জনকে নাহু ও সরফ বিষয়ে ট্যালেন্টপুল ও সাধারণ বিভাগে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়