এয়ারলাইন্স ও তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের জন্য বিদেশে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাং। এখন থেকে দেশীয় এয়ারলাইন্স কোম্পানিগুলোর বিভিন্ন দেশ থেকে আনা উড়োজাহাজের ভাড়া বা লিজের অর্থ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে পাঠানো যাবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ তিনটি সার্কুলার জারি করেছে।
এতে বলা হয়েছে, স্থানীয় এয়ারলাইন্স এবং আইটি প্রতিষ্ঠানগুলো ক্লাউড সেবা, সফটওয়্যার অ্যাপ্লিকেশন ও রক্ষণাবেক্ষণের জন্যও ব্যাংকের মাধ্যমে অর্থ বিদেশে পাঠাতে পারবে।
এছাড়া প্রবাসীরা বিদেশে ব্যাংক হিসাব খুলে সেই হিসাবে অর্থ জমা রাখতে পারবেন, যার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে না।
নতুন নির্দেশনার মাধ্যমে বিদেশে অর্থ পাঠানো আরো সহজ হবে, যা উদ্যোক্তা ব্যবসায়ীদের উপকৃত করবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়