Monday, October 28

ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে বৈঠক ও নৈশভোজ

 


ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক তার বাসভবনে একটি বৈঠক ও নৈশভোজের আয়োজন করেছেন। এতে দুই উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন।

সোমবার বিকেল ৫টার দিকে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত রয়েছেন- মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেভ, মালদ্বীপের হাইকমিশনার শিনীন রশীদ, ইউএন ওমেনের বাংলাদেশে নিযুক্ত প্রতিনিধি (কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ) গীতাঞ্জলি সিং, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস, অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন, বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী সংস্থার কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুম্বুল রিজভী।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়