Friday, October 25

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ৪৭৭


 এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ২৬৯ জনে পৌঁছেছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৭৭ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ডিএনসিসিতেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৩৫ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে ১১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৯৩ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, খুলনা বিভাগে ৩৩ জন, বরিশালে ২৫ জন, রাজশাহীতে ১৯ জন, ময়মনসিংহে ১২ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৭০২ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন পুরুষ। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৬৯ জন। তাদের মধ্যে ১২৫ জন পুরুষ ও ১৪৪ জন নারী। এর মধ্যে চলতি অক্টোবর মাসের ২৪ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৬ জনের মৃত্যু হয়েছে, যা এ বছর এক মাসে এটাই সর্বোচ্চ মৃত্যু।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়