Thursday, October 24

গাজার জাবালিয়ায় শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলায় নিহত ৩১

 


গাজার জাবালিয়ায় শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। বুধবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, জাবালিয়ায় শরণার্থীশিবিরে বুধবার এক দিনে ইসরায়েলি বোমার আঘাতে ৩১ জন নিহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। ওই হামলায় ১ হাজার ১৪০ জন নিহত হয়। এছাড়া জিম্মি করা হয় ২৫০ জনকে। এরপর থেকে গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি। হামলায় এ পর্যন্ত ৪২ হাজার ৭৯২ জন নিহত ও এক লাখ ৪১২ জন আহত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়