Thursday, October 10

পিরোজপুরে প্রাইভেটকার খালে: চার শিশুসহ নিহত ৮


পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। বুধবার মধ্যরাত সোয়া ২টার দিকে সদর উপজেলার কদমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ৮ জন দুই পরিবারের সদস্য। দুর্ঘটনায় এক পরিবারের চারজন করে মারা গেছেন।

নিহতরা হলেন— পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্লা (৩), আরেক ছেলে শাহাদত (১০) এবং শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি জানান, ‘বুধবার দিনগত রাত সোয়া ২টার দিকে পিরোজপুরের কদমতলা বাজারে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ মোট ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন করে একই পরিবারের সদস্য। এর মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও চারজন শিশু।’

জসীম আরও জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে পিরোজপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে আরও একটি ইউনিট সেখানে যুক্ত হয়। ধারণা করা হচ্ছে, গাড়িতে থাকা সবাই মারা গেছেন।’

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাজাহান কবীর এ ব্যাপারে জানিয়েছেন, ‘মরদেহগুলো সদর হাসপাতালের মর্গে আছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সেগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।’

সূত্র: ঢাকাটাইমস


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়