Sunday, October 13

হত্যার চেয়েও কঠিন অপরাধ ফেতনা-ফ্যাসাদ: কোরআন

 


ইসলাম শান্তির ধর্ম। মানবতার ধর্ম। আর তাই ফেতনা-ফ্যাসাদ বা দাঙ্গা-হাঙ্গামা ইসলাম কখনোই সমর্থন করে না।

ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড, যুলুম ও বিপর্যয় সৃষ্টিকারীদের সম্পর্কে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, وَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ

উচ্চারণ: ‘ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি’।

অর্থ: ‘ফেতনা ফ্যাসাদ বা দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ’। (সূরা: আল বাকারাহ, আয়াত: ১৯১)


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়