Saturday, September 21

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

 


কানাইঘাট নিউজ ডেস্ক:

লেবাননে ইসরায়েলি হামলায় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষস্থানীয় সামরিক নেতা ইব্রাহিম আকিল নিহত হয়েছেন।

ইসরায়েলও বৈরুতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বিমান হামলা বৈরুতের দক্ষিণে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত হয়। এতে ইব্রাহিম আকিলসহ তিনজন নিহত হন এবং ১৭ জন আহত হন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৈরুতে একটি ‘লক্ষ্যভিত্তিক হামলা’ পরিচালনা করা হয়েছে।

একটি নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, বৈরুতের দক্ষিণ অংশে হিজবুল্লাহর ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধে বৈরুতে হিজবুল্লাহর ওপর এটি তৃতীয় আক্রমণ। এই সপ্তাহে সহিংসতা গাজা থেকে লেবাননের দিকে স্থানান্তরিত হয়েছে।

এর আগে, জুলাই মাসে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর এবং জানুয়ারিতে হামাসের নেতা সালেহ আল-আরুরি নিহত হয়েছিলেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়