Sunday, September 29

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

 


সুনামগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে দোয়ারাবাজারের দেখার হাওড়ে দুই ও জামালগঞ্জের পাকনার হাওড়ে একজনের বজ্রপাতে মৃত্যু হয়েছে। 


মৃতরা হলেন- দোয়ারাবাজারের পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. জালাল মিয়া এবং মো. নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন। জামালগঞ্জের কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া।

পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহিদ বলেন, ভোরে দুইজন দেখার হাওড়ে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টি ছিল। এর মধ্যে হঠাৎ বজ্রপাতে শুরু হলে তারা ঘটনাস্থলেই মারা যান। 

অন্যদিকে পাকনার হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হন শরীফ মিয়া। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন। তিনি বলেন, লাশগুলো উদ্ধার করেছেন তাদের স্বজনরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়