Thursday, September 26

আজারবাইজানের কাছে যুদ্ধবিমান বিক্রি করবে পাকিস্তান


কানাইঘাট নিউজ ডেস্ক:

আজারবাইজানের কাছে জেএফ১৭ ব্লক থ্রি যুদ্ধবিমান বিক্রি করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। চীনের কারিগরি সহায়তায় বিমানটি প্রস্তুতকারক পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স (পিএসি)। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

বিবৃতিতে বিমানের মূল্য বা পরিমাণ উল্লেখ করেনিন পাক সামরিক বাহিনী। তবে তারা বলেছে, এই বিমান বিক্রির চুক্তিটি বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং আজারবাইজানের বিমান শক্তির সক্ষমতা বাড়ানোর জন্য ইসলামাবাদের প্রচেষ্টার অংশ।

গত বছর দুই দক্ষিণ ককেশাস দেশ— আর্মেনিয়ার ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষ শুরু হলে আজারবাইজানকে সমর্থন করেছিল পাকিস্তান।

এছাড়া জুলাই মাসে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ পাকিস্তানে একটি রাষ্ট্রীয় সফরে দ্বীপাক্ষিক প্রতিরক্ষাসহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছিল দুই দেশ।

সফরের পর পাকিস্তান বিমানটি প্রদর্শনের জন্য আজারবাইজানের রাজধানী বাকুতে একটি প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য একটি বিমানবাহিনীর দল পাঠিয়েছিল।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়