Saturday, September 21

শেখ হাসিনার বিরুদ্ধে রাজনীতি করলেই গুম হতে হয়েছে

 

শেখ হাসিনার বিরুদ্ধে রাজনীতি করতে গেলেই গুম, গুপ্ত হত্যার শিকার হতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।


কানাইঘাট নিউজ ডেস্ক:

শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে প্রবাসী বিএনপি নেতাদের উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ঘাতক শেখ হাসিনার আমলে স্ত্রী তার স্বামীকে; ভাই তার বোনকে; পিতা তার সন্তানকে হারিয়েছিলেন। গোটা বাংলাদেশ শেখ পরিবারের জমিদারিতে পরিণত হয়েছিল।

তিনি আরো বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সিন্ডিকেট করা হয়েছিল। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই হাসিনা সরকারের একনিষ্ঠ কর্মচারী ও সান্ডা-পাণ্ডাদের অপসারিত করুন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়