Thursday, September 5

আওয়ামী লীগকে ক্ষমার ঘোষণা, বক্তব্যের ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

 


কানাইঘাট নিউজ ডেস্ক:

আওয়ামী লীগকে ক্ষমার প্রসঙ্গে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, আমরা প্রতিশোধ নেব না বলেছি। এর মানে আমরা আইন হাতে তুলে নেব না। কিন্তু সুনির্দিষ্ট ঘটনায় মামলাও হবে। আইন অনুযায়ী তাদের সাজাও পেতে হবে। তবে মামলায় যেন নিরপরাধ কোনো ব্যক্তি ভুক্তভোগী না হন, সেদিকে খেয়াল রাখতে হবে।

বৃহস্পতিবার  মগবাজার আল-ফালাহ মিলনায়তনের চতুর্থ তলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার উদ্বোধনী অধিবেশনে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ছাত্র-জনতার বিপ্লবের সময় তৎকালীন সরকার যা করেছে তা সুস্পষ্ট গণহত্যা। কেবল ক্ষমতায় টিকে থাকতেই এসব করা হয়েছে। লাশ গুম করা হয়েছে। এই গণহত্যা যারা চালিয়েছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র: ডেইলি-বাংলাদেশ


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়