Sunday, September 29

ডেঙ্গুতে এক দিনে রেকর্ড ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২২১

 


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে চলতি মাসের ২৯ দিনে ডেঙ্গুতে ৭৫ জনের মৃত্যু হলো।

এদিকে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে রেকর্ড ১২২১ জন ভর্তি হয়েছেন।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ বছর এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫০ জনের। আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৭৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মারা যাচ্ছে ২১ থেকে ৩০ বছর বয়সীরা।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়