Saturday, September 21

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘাতে চারজন নিহত


 কানাইঘাট নিউজ ডেস্ক:

পাহাড়ি ও বাঙালি সংঘাতে অশান্ত হয়ে পড়েছে দেশের পার্বত্যাঞ্চল। দফায় দফায় সংঘর্ষে শুক্রবার খাগড়াছড়িতে তিনজন ও রাঙ্গামাটিতে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই জেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।  

খাগড়াছড়িতে নিহতরা হলেন- রুবেল ত্রিপুরা (২৫), ধনঞ্জয় চাকমা (৫০) ও জুনান চাকমা (২০)।

দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে শুক্রবার সংঘর্ষে একজনের মৃত্যু ও শতাধিক আহত হন। নিহত ঐ ব্যক্তির নাম অনিক কুমার চাকমা। তার গ্রামের বাড়ি রাঙ্গামাটি সদরের নোয়াদমের জীবতলী ইউনিয়নে। তবে, অনিক নামে যে যুবক মারা গেছেন, তিনি কোথায় এবং কীভাবে মারা গেছেন, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। হাসপাতালে তাকে মৃত অবস্থায় নেয়া হয়। 

পরিরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

সূত্র: ডেইলি-বাংলাদেশ


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়