কানাইঘাট নিউজ ডেস্ক:
ভারতের হিন্দু পণ্ডিত ও বিজেপি নেতা রামগিরি কর্তৃক মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন মৌলভীবাজারের স্কুল ও মাদরাসার সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জামিয়া দীনিয়া মৌলভীবাজার মাদরাসার প্রিন্সিপাল মাসুদ আহমেদ রাফি। মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষক মোহাম্মদ ইমাদ উদ্দিন এবং শাহ মিজবা মৌলভীবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য স্কুল-কলেজ মারাসা শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।
কর্মসূচিতে বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সা.) ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদ তীব্র নিন্দা জানান। এছাড়া কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না, ভারতের মাইনরিটি মহিলাদের ধর্মীয় স্বাধীনতা চাই ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে অফিশিয়ালি প্রতিবাদ জানানোর দাবি জানান বক্তারা।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়