Friday, August 9

মৌলভীবাজারে দোকান দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান নিহত


মৌলভীবাজারের রাজনগরে দোকান দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা ঢাকা টাইমসকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয় বিরোধের জের ধরে শুক্রবার দুপুরে রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়নের মধুর দোকান এলাকায় ২-৩টি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হন পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম ছানা। পরে স্থানীয় লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এই ঘটনায় আরও ৫০-৬০ জন লোক আহত হয়েছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

সূত্র: ঢাকাটাইমস


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়