Thursday, August 8

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর-সহকারী প্রক্টরদের পদত্যাগ

 

শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদে থাকা কর্তা-ব্যক্তিরা। এরই ধারাবাহিকতায় পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সহকারী প্রক্টররা।

বৃহস্পতিবার ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে তারা পদত্যাগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বলে ঢাকা টাইমসকে নিশ্চিত করে সদ্য-পদত্যাগী প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান।

ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার বিষয়টি দেখভালের দায়িত্ব থাকে প্রক্টরিয়াল বডির ওপর।

কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনাসহ ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের প্রশ্নে ব্যর্থতার অভিযোগ রয়েছে অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানের নেতৃত্বে থাকা প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে। ওই হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা ব্যাপক ক্ষোভও প্রকাশ করেন।

(ঢাকাটাইমস


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়