Monday, August 26

সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা


নিজস্ব প্রতিবেদক :

সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। 

গত রবিবার (২৫ আগস্ট) কানাইঘাট থানার এস.আই পীযূষ চন্দ্র সিংহ বাদী হয়ে সাবেক বিচারপ্রতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে পাসপোর্ট ও ভিসা ব্যতিত অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট আইনে এ মামলা দায়ের করেন। থানার মামলা নং- ১০, তারিখ ২৫/০৮/২০২৪ইং।

এর আগে গত শুক্রবার (২৩ আগস্ট) রাতে অবৈধভাবে কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিচারপতি মানিককে আটক করে দনা বিজিবি। তাকে আটকের পর রাতেই বিজিবি বিচারপতি মানিককে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে শনিবার বিকাল ৪টার দিকে পুলিশ ৫৪ ধারায় তাকে আটক দেখিয়ে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে হাজির করে। আদালত ৫৪ ধারায় বিচারপতি মানিককে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, সাবেক বিচারপতি মানিককে কানাইঘাট থানার মামলায় আটক দেখানো হবে। থানা পুলিশ তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়