Thursday, August 29

ভারতীর পানি আ গ্রা সনের বি রুদ্ধে কানাইঘাটে ছাত্র জমিয়তের বি ক্ষো ভ মিছিল


নিজস্ব প্রতিবেদক ::

ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র জমিয়ত কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার(২৯ আগস্ট) বাদ আসার ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র জমিয়তের নেতাকর্মীরা কানাইঘাট বাজারে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল পরবর্তী বাজার পয়েন্টে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মোশাহিদ আহমদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আজির উদ্দিন, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হাবিব আহমদ,জমিয়তে উলামায়ে ইসলাম কানাইঘাট পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা খালেদ,ছাত্র জমিয়ত নেতা মাওলানা আব্দুল কুদ্দুস, সুলতান আহমদ,হাফিজ কলিম উল্লাহ মাহফুজ প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ভারত বার বার বাংলাদেশের মানুষের বিপক্ষে আশ্রয় নিয়ে তাদের আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়ে যাচ্ছে।  সম্প্রতি দেশের সরকার ও জনগণকে না জানিয়ে ভারতের পানিতে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ সহ মানুষের জানমালের ব্যাপক ক্ষতি করেছে। ভবিষ্যতে ভারত তাদের আগ্রাসী মনোভাব অব্যাহত রাখলে এদেশের সর্বস্থরের জনসাধারণ তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত থাকবে। সেইসাথে ছাত্র জমিয়তের নেতাকর্মীরা ভারতীয় পণ্য বর্জন করার জন্য দেশবাসীর কাছে উদাত্ত আহবান জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়