Thursday, August 22

সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, জেলেকে ধরে নিয়ে মুক্তিপণ দাবি



প্রশাসন থেকে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হলেও বনবিভাগের নজরদারির অভাবে দীর্ঘদিন পর আবার বেড়েছে তাদের উৎপাত। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী এলাকায় সফিকুল ইসলাম নামে এক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে দস্যুরা।

মঙ্গলবার সন্ধ্যায় সুন্দরবনের কুচখালী নামক স্থান থেকে সফিকুলকে অপহরণ করে নিয়ে যায় বনদস্যুরা। তিনি শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের টেংরাখালী গ্রামের সুলতান গাজীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল হামিদ লাল্টু।

তিনি জানান, নদীতে মাছ ধরার উদ্দেশে সফিকুলসহ কয়েকজন সুন্দরবনে যান। মঙ্গলবার সন্ধ্যায় সুন্দরবনের কচুখালী নামক স্থানে পৌঁছালে বনদস্যুরের কবলে পড়েন তারা৷ এসময় অন্যরা পালিয়ে যেতে পারলেও সফিকুল ধরা পড়েন বনদস্যুদের হাতে।

ইউপি সদস্য আরও বলেন, ‘এটা নতুন কোনো বাহিনী নাকি পুরাতন তা আমরা এখনো জানতে পারিনি। তবে জেনেছি ইতোমধ্যে বনদস্যুরা অপহৃত জেলের পরিবারে যোগাযোগ করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনসহ ফরেস্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।’

এব্যাপারে কৈখালী ফরেস্ট কর্মকর্তা দ্বীপ কুমার জানান, লোকমুখে বিষয়টি জেনেছেন তিনি। তবে এখনো পর্যন্ত অপহৃত জেলের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি।

তিনি বলেন, ‘বর্তমানে সুন্দরবনে মাছ ধরা নিষিদ্ধ। এজন্য বনে প্রবেশে সব ধরনের পাস বন্ধ করা হয়েছে। এতে করে কারা মাছ ধরতে যাচ্ছে সেটা বনবিভাগের অগোচরে নেই।’

ফরেস্ট কর্মকর্তা আরও বলেন, ‘একজন জেলেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে- বিষয়টি জানার পর থেকে সুন্দরবনে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি এটা অপহরণ নাকি অন্য কিছু, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।’

সূত্র: ঢাকাটাইমস


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়