Monday, August 12

কানাইঘাট থানায় কর্মস্থলে ফিরেছেন পুলিশ সদস্যরা


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাট থানায় কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। পুনরায় সচল হয়েছে সেবা কার্যক্রম। গত দু’দিনে থানায় কর্তব্যরত অধিকাংশ পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করে সেবা সংক্রান্ত সকল কার্যক্রম শুরু করেছেন।

সোমবার (১২ আগস্ট) সকাল থেকেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদারসহ পুলিশের সকল কর্মকর্তা-কর্মচারীকে দাপ্তরিক কার্যক্রম করতে দেখা গেছে। সেবাগ্রহীতাদের অনেকেই কাঙ্খিত সেবা পেয়েছেন বলে জানিয়েছেন তারা। কর্মস্থলে যোগদান করে সেবা কার্যক্রম শুরু করায় স্থানীয় লোকজনসহ নানা মহল সাধুবাদ জানিয়েছে কানাইঘাট থানা পুলিশ সদস্যদের।

সচেতন মহলের অনেকে জানিয়েছেন, ‘গত কয়েকদিন থেকে পুলিশের শূন্যতা সবাই অনুভব করেছেন। পুলিশ সবসময় আইন-শৃঙ্খলা রক্ষা করে জন-সাধারণের সমস্যা নিরসণে কাজ করে। তাই জনগনের জানমাল হেফাজতে পুলিশের ভূমিকা অপরিসীম। অতীতের ভুলগুলো শুধরে নিয়ে জনসাধারণের প্রকৃত সেবক হিসেবে এখন থেকে পুলিশ তাদের দৈনন্দিন সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হবেন বলে প্রত্যাশা সবার।’

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘কর্মস্থলে আসতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। আশাকরি দু’এক দিনের মধ্যেই সবাই নিজ কর্মস্থলে ফিরবেন। এরপরই মাঠ পর্যায়ের সকল সেবা কার্যক্রম পুরোদমে শুরু করব আমরা। থানায় যারা আসছেন তাদেরকেও আমরা সেবা দিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এখন থেকে কানাইঘাট থানা পুলিশ সত্যিকার অর্থে জনগনের সেবক হিসেবে কাজ করবে। পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে এবং জনসাধারণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যরা নিষ্ঠা, আন্তরিকতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে অতীতের সব ভেদাভেদ ভুলে গিয়ে থানা পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।’


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়