কানাইঘাট নিউজ ডেস্ক:
জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ঐতিহাসিক বিজয় অর্জনের জন্য ছাত্র সমাজকে অভিনন্দন জানিয়েছেন।
সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ছাত্রদের যৌক্তিক কোটা আন্দোলন দমনের নামে ফ্যাসিস্ট সরকার দেশে গণহত্যা চালিয়েছে। তারা ভুলে গিয়েছিল যে এদেশে ছাত্র আন্দোলন কখনো ব্যর্থ হয় না। আজ শুধু পদত্যাগই নয়, দেশ থেকে তাদের পালিয়ে যেতে হয়েছে।
বিবৃতিতে কাজী ফিরোজ বলেন, এই নারকীয় হত্যাযজ্ঞ যারা ঘটিয়েছে এবং বিগত ১৫ বছর যেসব আওয়ামী নেতাকর্মী ও তাদের দোসররা একচেটিয়া লুটপাট করেছে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পদত্যাগী সরকারের সব দুর্নীতিবাজকে আইনের আওতায় আনতে হবে।
তিনি বিজয়ী ছাত্র- জনতাকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতার আহবান জানান।
ঢাকাটাইমস
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়