Tuesday, August 13

চূড়ান্ত উড্ডয়নের আগে পরীক্ষা চলছে ইরানের তৈরি বিমানের


ইরানের সিভিল এভিয়েশন অথরিটির (সিএএ) প্রধান মোহাম্মদ মোহাম্মাদি বখশ বলেছেন, দেশীয়ভাবে ডিজাইন করা সিমোরঘ বিমানের জন্য টাইপ সার্টিফিকেট পেতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।

রবিবার (১১ আগস্ট) সিএএ প্রধান বলেনসিমোরঘের একটি প্রোটোটাইপ সংস্করণের সফলভাবে ফ্লাইট পরীক্ষা চালানো হয়েছে। সাম্প্রতিক মাসগুলিতে বিমানটির যথার্থতা প্রমাণের জন্য অন্যান্য বিভিন্ন পরীক্ষা চালানো হয়েছে বলেও জানান তিনি।

বখশ বলেনএসব পরীক্ষা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সিএএ। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সিমোরঘের কার্যকারিতা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সম্বলিত গ্রাফ এবং নথি পেয়েছে। সূত্রমেহর নিউজ


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়