Monday, August 12

মাজারে হামলার প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলনের মানববন্ধন

 

ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র আওলিয়া কেরামের মাজার শরীফে হামলা ও বিভিন্ন সুন্নী মাদরাসা এবং বিভিন্ন ধর্মের উপাসনালয়ে হামলা জবরদখলের প্রতিবাদে ও অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ব সুন্নী আন্দোলন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা প্রবর্তক আল্লামা ইমাম হায়াত বলেন, ‘ইসলামের শিক্ষা সব মানুষ যার যার ধর্ম মত পথ আদর্শ নিয়ে স্বাধীন ও নিরাপদে চলবে। কেউ কারও উপর আঘাত হামলা জবরদখল ইসলামের বিপরীত অন্যায় অপরাধ।’

তিনি বলেন, ‘যে অন্যের অধিকার অস্বীকার করে সে মুসলিম নয়। অন্যের অধিকার যে অস্বীকার করে সে মানুষ নয় অমানুষ। শান্তি ও জ্ঞানের মাধ্যমে সত্য-মিথ্যা তুলে ধরা ও সবার অধিকার মর্যাদা রক্ষা করাই ইসলামের শিক্ষা।’

ইমাম হায়াত বলেন, ‘আল্লাহতায়ালার অলিগণের শানে আঘাত সব ঈমানদারের ঈমানী হৃদয়ে আঘাত।’ অলিগণের মাজারে হামলাকারী আল্লাহতাআলার শত্রু উল্লেখ করে তিনি বলেন, ‘আল্লাহতাআলার অলিগণই দয়াময় আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্পর্কের কেন্দ্র।’

তিনি বলেন, ‘আওলিয়া কেরামের মাজার শরীফ আল্লাহতাআলার নিদর্শন। আল্লাহতাআলার অলিগণ সকল মানুষের জন্য কল্যাণ ও মানবতার কেন্দ্র, ধর্মাস্থানে হামলাকারীরা ধর্ম ও মানবতার শত্রু।’

আরও বলেন, ‘ইসলামের ছদ্মবেশী এসব বাতিল ফেরকার সাথে সাথে বিভিন্ন বস্তুবাদী মতবাদ এবং অন্যান্য ধর্মের ছদ্মনামে জীবন ও মানবতার শত্রু বিভিন্ন উগ্রবাদী খুনী গোষ্ঠী ও তাদের একক গোষ্ঠীগত স্বৈরদস্যুতা কায়েম করে সত্য ও মানবতাকে ধ্বংস করে দেওয়ার বিনাশী লক্ষ্যে সারা দেশে নৃশংস ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।’

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার। বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা আল্লামা আবু আবরার চিস্তি, আল্লামা আরেফ সারতাজ, সুফি আহমদ মোর্শেদ, মুফতি আল্লামা রেজাউল কাওসার, শেখ নঈম উদ্দিন, শেখ হানিফ,আওয়াল কাদেরী, কৃষিবিদ মিজানুর রহমান আখন্দ, অ্যাডভোকেট মাঈনুঊদ্দীন টিটু, অধ্যাপক মোকাররম হোসেন, অ্যাডভোকেট শারমিন সুলতানা প্রমুখ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়