কানাইঘাট নিউজ ডেস্ক:
শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, দেশের মানুষের জন্য কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ায় তিনি (শেখ হাসিনা) হতাশ।
সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে গেছেন শেখ হাসিনা। তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ও কিছু অফিসারও রয়েছেন বলে এএফপির খবরে বলা হয়েছে।
এদিকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ারে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেছেন, ‘তার মা রবিবার থেকেই পদত্যাগ করার কথা ভাবছিলেন। তিনি যখন ক্ষমতা নেন, তখন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র মনে করা হতো। এটি দরিদ্র দেশ ছিল। আর এখন এশিয়ার মধ্যে এটি একটি উদীয়মান রাষ্ট্র। তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে বদলে দিয়েছেন। এমন পরিস্থিতিতে তিনি খুব হতাশ।’
আন্দোলন মোকাবেলায় সরকারের কঠোরতার অভিযাগ অস্বীকার করেন জয়। বলেন, আপনারা দেখেছেন, রবিবার ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যখন কেউ পুলিশকে হত্যা করে, তখন পুলিশ কী করবে বলে আপনি আশা করেন?
প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন তার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়