Wednesday, July 31

কানাইঘাটে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা


নিজস্ব প্রতিবেদক ::

কানাইঘাট উপজেলা সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির এক বিশেষ সভা মঙ্গলবার(৩০ জুলাই)  উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। 

কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের সভাপতিত্বে বিশেষ সভায় সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রানহানি সহ অতিথিবৃন্দ সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হওয়ায় কানাইঘাটের শান্তি-সম্প্রীতি যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে এজন্য সন্ত্রাস নাশকতা ও জঙ্গিবাদের মতো কর্মকান্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার ও সচেতন থাকার প্রতি আহবান জানানো হয়।

সভায় সবধরনের অরাজকতা, প্রাণহানি ও সন্ত্রাসি কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার থাকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে উপজেলার প্রতিটি ইউনিয়নে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনসাধারনের অংশগ্রহণে সচেতনতা মূলক সভা-সমাবেশ এবং ধর্মীয় নেতৃবৃন্দকে নিয়ে সভা সহ জুমআ বারের বয়ানে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে ইমামদের ভূমিকা রাখার জন্য আহবান জানানো হয়। সেই সাথে প্রবাস থেকে রেমিটেন্স পাঠানো নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে ব্যাংকে টাকা দিলে টাকা পাবেন না এ ধরনের গুজব প্রতিরোধে প্রবাসীদের উদ্বুদ্ধ করা সহ ফেসবুকে দেশ বিরোধী গুজবকারীদের আইনের আওতায় আনা সহ হুন্ডি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।

সভায় কানাইঘাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ শান্তি-সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ওয়াজিদ ওয়াসিফ, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা জাহান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক তাজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি মাস্টার সলিল চন্দ্র, ইসলামী ব্যাংক কানাইঘাট শাখার ব্যবস্থাপক কায়সার আহমদ, কানাইঘাট পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ হেলাল আহমদ প্রমুখ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়