Tuesday, July 16

অসুস্থ হাফিজ কিবরিয়াকে গাছবাড়ী জমিয়তের আর্থিক সহায়তা প্রদান


কানাইঘাট নিউজ ডেস্ক :

হাফিজ মুহা.কিবরিয়া। ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন ছাত্র জমিয়তের সদস্য । দীর্ঘদিন ধরে GBS এ আক্রান্ত হয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় দীর্ঘকালীন চিকিৎসার ভার বহন করা তাঁদের জন্য এক প্রকারের দুঃসাধ্য হয়ে পড়েছে। -মানুষ মানুষের জন্য- হিসাবে একজন হাফিজে কুরআন কিবরিয়াকে সাহায্য করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসা উচিত। 

আজ বাদ মাগরিব গাছবাড়ি জমিয়ত পরিবারের উদ্যোগে অসুস্থ হাফিজ কিবরিয়ার চিকিৎসাখাতে ব্যয় করার জন্য  ৬০,০০০ (ষাট হাজার) টাকা তাকে নগদ অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা জমিয়ত উত্তর শাখা' র সিনিয়র সহ-সভাপতি মাওলানা নূর আহমদ ক্বাসিমি, ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন জমিয়তের সেক্রেটারি মাওলানা জাকারিয়া, ৮নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন ছাত্র জমিয়তের সাবেক সেক্রেটারি নুমান সিদ্দিকি, ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন ছাত্র জমিয়তের সাবেক সেক্রেটারি মাওলানা রুহুল্লাহ মাসউদ, সাবেক সেক্রেটারি বর্তমান উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, সিলেট জেলা যুব জমিয়ত উত্তর শাখার স্বেচ্ছাসেবক সম্পাদক  আব্দুল ওয়াহিদ, দক্ষিণ বানীগ্রাম  ইউনিয়ন ছাত্র জমিয়তের রানিং কমিটির সাধারণ সম্পাদক সুলতান আল-মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক কালিমুল্লাহ মাহফুজ, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন।( বিজ্ঞপ্তি)



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়