নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কানাইঘাটে প্রতিবন্ধীদের মাঝে হাইজিন প্যাকেট ও প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে হাইজিন প্যাকেট ও প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী ও শিশু খাদ্য প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
হাইজিন ও ত্রাণ সামগ্রী বিতরণকালে নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন বলেন, সরকার প্রতিবন্ধীদের কল্যাণে নানা ধরনের উদ্যোগ নিয়েছে। যাতে করে তারা স্বাভাবিক জীবন যাপন সহ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় আসতে পারেন।
এবারের বন্যার সময় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশাপাশি প্রতিবন্ধীদের নানাভাবে সহায়তা করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের জীবনমানের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়