Thursday, June 20

বন্যার্তদের মধ্যে কানাইঘাট থানা পুলিশের ত্রাণ বিতরণ


নিজস্ব প্রতিবেদক ::

সিলেটের কানাইঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে কানাইঘাট থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের সড়কের বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে থাকা ৪০টি পরিবারের ২০০ জনের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। এর আগে গত বুধবার (১৯ জুন) কানাইঘাট মহিলা কলেজ ও পাবলিক স্কুল আশ্রয়কেন্দ্রে থাকা ৬০টি পরিবারে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, ওসি (তদন্ত) উজায়ের আল-মাহমুদ আদনানসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী বিতরণ শেষে কানাইঘাট থানার ওসি মো.জাহাঙ্গীর হোসেন সরদার জানান,'যেকোনো প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন প্রয়োজনে জনগণের জন্য মানবিক কাজ করে পুলিশ। এরই ধারাবাহিকতায় বর্তমানে ভয়াবহ বন্যায় মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন স্যারের নির্দেশে আমরা সিলেট জেলা পুলিশের প্রত্যেক সদস্য বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, আশ্রয়কেন্দ্রের নিরাপত্তা সহ আইন শৃংখলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি।






শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়