Monday, May 6

কানাইঘাটে হাওর অঞ্চলের খামারীদের মাঝে দানাদার খাদ্য বিতরণ

 


নিজস্ব প্রতিবেদক ::

কানাইঘাটে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল ও মুরগির দানাদার খাদ্য বিতরণ করা হয়েছে।
 

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সোমবার (৬ এপ্রিল) বিকেল ৩টায় পাঁচশ ৪ জন ছাগল ও মুরগি খামারীদের মাঝে দানাদার খাদ্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।
 

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন সহ প্রাণিসম্পদ হাসপাতালের মাঠ পর্যায়ের কর্মকর্তারা।
 

বিনামূল্যে ছাগল ও মুরগি দানাদার খাদ্য বিতরণকালে উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী বলেন, বর্তমান সরকার হাওর অঞ্চরের প্রত্যন্ত এলাকায় বসবাসরতদের জীবনমানের ব্যাপক পরিবর্তনের লক্ষ্যে নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় হাওর অঞ্চলে বসবাসরত কানাইঘাটের একশ জন ছাগল খামারীকে ও চারশ ৪ জন মুরগি খামারীকে পূর্বে বিনামূল্যে ছাগল ও মুরগি দেয়ার পর দানাদার খাদ্য সহায়তা করা হচ্ছে।
 

সরকারিভাবে এসব প্রণোদনা কাজে লাগিয়ে খামারিদের স্বাবলম্বি হওয়ার জন্য তিনি আহ্বান জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়