নিজস্ব প্রতিবেদক :
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রজন্ম প্রজেক্ট ফাউন্ডেশনের ফাউন্ডার এবং সিইও মো: মাছুম আহমদ ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছো আমি তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । পাশাপাশি যারা যে কোনো কারণেই হোক উত্তীর্ণ হতে পারনি, তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। এখন থেকে চেষ্টা করলে ভবিষ্যতে নিশ্চয়ই তোমরা এ বাধা অতিক্রম করে ভালো ফলাফল অর্জন করতে পারবে।
কানাইঘাট উপজেলার যেসকল শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো অথবা হওনি অর্থাভাবে যারা পড়ালেখা চালিয়ে যেতে পারবেন না তাদের পাশে সবসময় থাকবে 'প্রজন্ম প্রজেক্ট'। আর্থিক সহায়তার প্রয়োজন হলে সরাসরি অথবা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন প্রজন্ম প্রজেক্টের সাথে।
E:-projonmoproject@gmail.com
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়