Saturday, May 18

নবনির্বাচিত কানাইঘাট ট্রাক-শ্রমিক ইউনিয়নের নয়া কমিটিকে কিউ.এম ফারুকের অভিনন্দন


কানাইঘাট নিউজ ডেস্ক ::

সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্র-২১৫৯ এর অন্তর্ভুক্ত কানাইঘাট শাখার নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির সাবেক সহ-সভাপতি কিউ.এম.ফররুক আহমদ ফারুক।

এক অভিনন্দন বার্তায় কিউ.এম.ফররুক আহমদ ফারুক বলেন,' নির্বাচিত কমিটি শ্রমিকদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অগ্রণী ভুমিকা পালন করবে। উক্ত কমিটি শ্রমিকের অধিকার আদায়ের একটি মঞ্চ। সেইসাথে নির্বাচিত কমিটি শ্রমিকদের নায্য দাবি আদায়ে সবসময় সোচ্চার থাকবে    বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য,আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যাপক উৎসব মূখর পরিবেশে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কানাইঘাট শাখার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে সুহেল আহমদ নির্বাচিত হয়েছেন। 

 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়