Saturday, May 4

কানাইঘাটে পৃথক দুর্ঘটনায় ফুফু ও ভাতিজির মর্মান্তিক মৃত্যু


নিজস্ব প্রতিবেদক ::

কানাইঘাটে পৃথক দুর্ঘটনায় ফুফু ও ভাইজির মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার (৪ মে) উপজেলার দিঘীরপার পুর্ব ইউনিয়নে ঘটনাটি ঘটেছে।l

জানা গেছে, কানাইঘাট উপজেলার দিঘীরপার ইউনিয়নের মাঝরগ্রামের হাফিজ আব্দুল আহাদের ৩ বছর বয়সী মেয়ে আজ বাড়ির সকলের অজান্তে পানিতে ডুবে মারা যায়।

ভাতিজির মৃত্যুর সংবাদ পেয়ে মেয়েটির ফুফু কানাইঘাট উপজেলার ৩ নং দিঘীরপার পুর্ব ইউনিয়নের দর্পনগর পশ্চিম (নয়াগ্রাম) আব্দুস শহীদের স্ত্রী রুকিয়া বেগম (৩০) বাপের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে সড়কের বাজার এলাকায় টমটম উল্টে  রুকিয়া বেগম সহ তিন জন আহত হন।  পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে  সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেলে রুকিয়া বেগম মারা যান।

ফুফু ও ভাতিজির মর্মান্তিক মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়