কানাইঘাট নিউজ ডেস্ক:
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম পল্লব হেলিকপ্টার প্রতীকে ২০ হাজার ১৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গৌছ উদ্দিন শালিক পাখি প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৫৬০ ভোট। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যমতে এ ফলাফল জানা গেছে।
সিলেট বিভাগে বুধবার (২৯ মে) ১০টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপ এটি। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা।
সিলেট বিভাগের ১০টি উপজেলা হচ্ছে- সিলেট জেলার বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার, সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারাবাজার, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এবং হবিগঞ্জ জেলার লাখাই, সদর ও শায়েস্তাগঞ্জ।
সূত্র: সিলেটভিউ২৪ডটকম
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়