নিজস্ব প্রতিবেদক:
আগামী ৫ জুনের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কানাইঘাটে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রোকশানা জাহান (পদ্মফুল) প্রতীকে ভোট চেয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার বিকেল ৩টায় কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময়কালে ভাইস চেয়ারম্যান প্রার্থী রোকশানা জাহান বলেন, দলমত নির্বিশেষে সকলের সমর্থন নিয়ে আগামী ৫ জুনের নির্বাচনে (পদ্মফুল) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। প্রচার-প্রচারনায় উপজেলার যেখানে যাচ্ছি, নারী-পুরুষ সহ সর্বস্তরের ভোটারদের সমর্থন পাচ্ছি। দীর্ঘদিন থেকে কানাইঘাটের ধর্মপ্রাণ জনসাধারণ, মা-বোন সহ অন্যান্য ধর্মের ভাই-বোনদের সাধ্যানুযায়ী তাদের পাশে থেকে বিভিন্ন ভাবে সেবা করার চেষ্টা করে আসছি। বিশেষ করে নারী-নির্যাতন, নিপীড়ন ও পিছিয়ে পড়া নারীরা যাতে করে সম্মানের সহিত জীবন-জীবিকা নির্বাহ করতে পারেন এজন্য তাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছি।
তাই দলমত নির্বিশেষে সবাই আমাকে এবারের উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উৎসাহ-উদ্দীপনা দিয়ে আসছিলেন। সবার মতামতকে সম্মান জানিয়ে কানাইঘাটবাসীর সেবা করার জন্য আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছি।
আগামী ৫ জুনের নির্বাচনে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে, সব-সময় সততা, নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করব এবং জনগণের পাশে থেকে সেবা করার আপ্রান চেস্টা করে যাবো। সেই সাথে সরকার ও উপজেলা পরিষদ থেকে প্রাপ্ত বরাদ্দটুকু সততার মাধ্যমে ইনসাফ ভিত্তিক সুষ্ঠু বণ্টন সহ উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করব। আমি একজন নারী হিসেবে, নারীদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে কাজ করব এবং সরকারের নারী সমাজের উন্নয়নের জন্য যেসব সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন তা বাস্তবায়নে কাজ করে যাব।
সরকার জনগণের সেবা নিশ্চিত করার জন্য উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর থেকে নারী-পুরুষ সহ সবাইকে নানা ধরনের সেবার পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা প্রদান করা হয়। এসব ভাতা ও সুযোগ-সুবিধা যাতে করে উপযুক্তরা পান সেদিকে আমার বিশেষ নজর থাকবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে উন্নয়ন মূলক কর্মকান্ড সহ সব ধরনের প্রাপ্ত বরাদ্দ সুষ্ঠুভাবে বন্টন করব। কোন বরাদ্দ অর্থের বিনিময়ে বিক্রি করবেন না বলে মতবিনিময় সভায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রোকশানা জাহান উল্লেখ করেন।
মতবিনিময় সভায় তিনি কানাইঘাটবাসীর কাছে ৫ জুনের নির্বাচনে (পদ্মফুল) প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সবার প্রতি আহŸান জানিয়েছেন ।
মতবিনিময় সভায় ভাইস চেয়ারম্যান প্রার্থী রোকশানা জাহানের স্বামী প্রবাসী আব্দুল মালিক, এলাকার মুরব্বী আব্দুল হাসিম, আজির উদ্দিন, রানা দেবনাথ, আব্দুল মুতলিব, ব্যবসায়ী রায়হান উদ্দিন, আশরাফ উদ্দিন সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ, কর্মরত সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়